মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য মাছ-মাংস হারাম: রাশেদ খান মেনন

Posted on March 4, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য মাছ, মাংস হারাম হয়ে গেছে। তিনি বলেন, ৩০ টাকায় গম আমদানি করে দ্বিগুন দামে তা বাজারে বিক্রি করছে ব্যবসায়ী সিন্ডিকেট।

শনিবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই জনসভায় এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন আরও বলেন, ২ মাসে বিদ্যুতের দাম বেড়েছে ৩ গুন। বিএনপির সময় আমরা আন্দোলন করেছিলাম ৩ হাজার কোটি টাকা লুট করে তারেক রহমান খাম্বা তৈরি করেছিল বলে। আর আজকে প্রতিবছর ২৬ হাজার কোটি টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। যে আদানি আজ ভারতে বিচারের সম্মুখিন, তাকে আমরা ডেকে এনে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিলাম। দেশে এখন সামরিক-বেসামরিক আমলারাই ক্ষমতার মালিক বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি-জামাতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধ গ্যাস, বিদ্যুৎ,তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদাবিহীন পেনশন স্কিম, নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামাত কর্তৃক সংঘটিত হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচারের দাবিতে সাতক্ষীরায় জনসভা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য কমরেড আ্যড. মুস্তফা লুৎফুল্লাহ প্রমূখ।