‘যারা এইচএসসি দিবি,পড়াশোনা করে লাভ নাই তোদের’- ক্রিকেটার মুনিম শাহরিয়ার

Posted on August 8, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক: এইচএসসি-২০২৩ পরীক্ষা এক মাস বা দুই মাস পেছানো অথবা সিলেবাস কমানোর দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভ কে কেন্দ্র করে বাংলাদেশ জাতিয় দলের ক্রিকেটার মুনিম শাহরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ।পোস্টে আন্দোলনকৃত শিক্ষাথীদের পড়াশোনা ছেড়ে কর্ম দক্ষতা অর্জনের জন্য ক্ষোভ ঝেড়েছেন এই ক্রিকেটার ।

নিচে পুরো পোস্ট টি তুলে ধরা হলো-

‘তোরা (স্নেহ মাখা তুই সম্মোধন) যারা এইচ এস সি দিবি এবার তোদেরকে বলছি যে , পড়াশোনা করে লাভ নাই তোদের। কারণ তোরা যদি সেই মাপের ছাত্র হইতিস তাহলে এরকম আন্দোলনে নামতি না। এর চেয়ে ভালো তোরা ব্যবসা কর, ফ্রিল্যান্সিং কর, কারিগরি দক্ষতা অর্জন কর, ক্রিয়েটিভ কিছু কর।কারণ তোরা আধা আধা পড়াশোনা করে চাকরি করে সেলারি পাবি হাইয়েস্ট ২০-২৫ হাজার (তাও পাওয়া যাবে কিনা সন্দেহ )। আজ থেকে ৫-৬ বছর পর এই টাকা কিছুই না। এখন তোরা পরীক্ষার জন্য যতটুকু পড়বি ততটুকুই লস।’

এএইচ