ফিফার বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো

Posted on January 4, 2024

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে ফিফার বর্ষসেরা স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বুধবার (৩ জানুয়ারি) ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বর্ষসেরা একাদশের মনোনয়নে থাকা ফুটবলারদের তালিকা। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার বছরের সেরা দলকে ভোট দিয়েছেন। আগামী ১৫ তারিখ লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ।

ফিফপ্রোর প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ জনের। যেখানে ফুটবলারদের ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের মনোনয়ন দেওয়া হয়েছে স্কোয়াডের জন্য।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ

গোলকিপার: থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: রুবেন দিয়াজ, ফন ডাইক, এডার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বেনার্দো সিলভা, ফেডরিকো ভালভার্দে

ফরোয়ার্ড: করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র।

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। এই সময়ে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন, শুধু এমন খেলোয়াড়দেরই তালিকার জন্য বিবেচনা করা হয়েছে।

এর আগে, ২০২২ সা্লের ফিফার বর্ষসেরার একাদশে জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এবার রোনালদো সুযোগ পেলেও ফের জায়গা হয়নি নেইমারের।