ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জেল দানি আলভেসের

Posted on February 22, 2024

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার প্রাক্তন ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে ২০২২ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল। আলভেস যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নাইটক্লাবের শৌচালয়ে ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ আলভেসের। গত বছর ২০ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে।

ক্যাটালান পুলিশের তরফে জানানো হয়েছিল যে, ২ জানুয়ারি তাদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন এক মহিলা। তিনি জানিয়েছিলেন যে, আলভেস তাঁকে আপত্তিকর ভাবে ছুঁয়েছেন। পুলিশের কাছে করা রিপোর্টে বলা হয় যে, ওই মহিলার প্যান্টের ভিতরে হাত ঢোকান আলভেস।

অন্যদিকে, স্ত্রী দিনোরাহ সান্তানার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলার জন্য আলভেসের সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত রয়েছে। ফলে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে প্রাক্তন সতীর্থদের কাছে সাহায্য চেয়েছিলেন ব্রাজিলীয় ফুটবলার। তাঁর আবেদনে সাড়া দিয়েছিলেন নেইমার। প্রাক্তন সতীর্থকে তিনি ১ লাখ ৫০ হাজার ইউরো পাঠিয়েছিলেন।

এই প্রথম নয়, নেইমার আগেও আলভেসকে সাহায্য করেছিলেন। তাঁর হয়ে আইনি লড়াই চালানোর জন্য নিজের বাবার সংস্থার এক প্রবীণ আইনজীবীকে নিযুক্ত করেছিলেন। আলভেসের বিরুদ্ধে আদালতে ভরণপোষণের খরচ না দেওয়ার অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী সান্তানা। দুই মামলায় জর্জরিত বন্ধুর পাশে আরও এক বার দাঁড়িয়েছিলেন নেমার। কিন্তু তাতে আলভেস শাস্তি এড়াতে পারেননি। যদিও তাঁর শাস্তির বিরুদ্ধে মামলা করতে পারেন আলভেস