বাংলাদেশ সিরিজে ইংল্যান্ড দলে জ্যাকস

Posted on February 26, 2023

স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা।

শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছে জস বাটলার-জোফরা আর্চাররা।

নিজেদের কন্ডিশনে পরাশক্তি বাংলাদেশকে চাপে ফেলতে ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডের সঙ্গে আরও এক ক্রিকেটারকে যুক্ত করেছে ইংল্যান্ড। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা উইল জ্যাকসকে উড়িয়ে এনেছে ইংলিশরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জ্যাকস। অথচ ওই সিরিজ শেষ করে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে যোগ দেওয়ার কথা ছিল তার। এতে করে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড দাঁড়িয়েছে ১৬ জনের।

পরে বাংলাদেশে সফররত ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাট সমারফোর্ড জ্যাকসের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশের পরিবেশটা এমনিতে ভালোই চেনা জ্যাকসের। গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে খেলে গেছেন তিনি। তখনও জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও বর্তমানে ইংল্যান্ডের হয়ে দুটি করে টেস্ট আর টি-টোয়েন্টি খেলে ফেলেছেন জ্যাকস।

এদিকে ওয়েলিংটনে শেষ টেস্টের একাদশে ছিলেন না জ্যাকস। তাই নিউজিল্যান্ডে করারও কিছু ছিল না তার। তাই, টি-টোয়েন্টির আগে ওয়ানডে স্কোয়াডেও তাকে যুক্ত করে নিয়েছে ইংলিশরা।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড ও উইল জ্যাকস।

আরও পড়ুন:

বদলে যাওয়া আধুনিক বাংলাদেশকে দেখে মুগ্ধ সৌরভ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রামোস