আফগানিস্তানে গাড়িবোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

Posted on June 7, 2023

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি গাড়িবোমা হামলার ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নরের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র কয়েক মাস আগেই একই ধরনের হামলার ঘটনায় ওই প্রদেশের পুলিশ প্রধান নিহত হন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত আইএসআইএল ওই হামলার দায় স্বীকার করেছে।

প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের উত্তর বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়িতে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ধাক্কা দেয় এক বোমা হামলাকারী। এই হামলার ঘটনায় গভর্নরের গাড়ির চালকও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়টিও পরিষ্কার নয়। গত কয়েক সপ্তাহের মধ্যে তালেবানের কোনও কর্মকর্তার ওপর প্রথম এ ধরনের হামলা চালানো হলো।

ওই প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিষয় প্রধান মুয়াজুদ্দিন আহমাদি বলেন, গভর্নরকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। দুই দশকের লড়াই শেষে মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটিতে নিরাপত্তা কিছুটা বেড়েছে। তবে দেশটিতে আইএসআইএল এখনও একটি আতঙ্ক হিসেবেই রয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরে প্রাদেশিক পুলিশের প্রধানকে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হত্যার দায় স্বীর করে আইএসআইএল। এছাড়া গত বছরের এপ্রিলে খনি বিভাগের প্রধান এক বোমা হামলায় নিহত হন।