কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানপন্থিদের বিক্ষোভ

Posted on July 10, 2023

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টোতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থিরা। শনিবার কানাডার টরন্টোয় ভারতীয় কনসুলেটের সামনে হলুদ রঙের খালিস্তানি পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এক দল সমর্থক। ঠিক তখনই ভারতীয় পতাকা নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের পাল্টা বার্তা দেয় প্রবাসী ভারতীয়রা।

খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জারের হত্যার প্রতিবাদে ৮ জুলাই ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বহু শহরে বিক্ষোভ দেখান খালিস্তানিপন্থিরা।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ জুলাইয়ের বিক্ষোভ নিয়ে প্রচার করেছিলেন খলিস্তানপন্থিরা। সেই মতো এই দেশগুলোর বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাস, কনসুলেটের সামনে ছিল কড়া নিরাপত্তা। অনেক জায়গাতেই প্রতিরোধ গড়েছিলেন প্রবাসী ভারতীয়রা।

এদিন কানাডার টরন্টোয় জড়ো হয়েছিলেন প্রায় আড়াইশ বিক্ষোভকারী। তাদের হাতে ছিল হলুদ খালিস্তানি পতাকা। হরদীপের পোস্টারও ছিল। তাদের হাতে অনেক পোস্টারে ভারতবিরোধী কথাবার্তা লেখা ছিল বলে অভিযোগ।

বিক্ষোভকারীদের পাল্টা বার্তা দিয়েছেন ভারতীয় নাগরিকেরা। ওই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। টরন্টোয় দু’জন খলিস্তানপন্থিকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার খলিস্তানপস্থিদের বিক্ষোভে উত্তপ্ত হয় ব্রিটেনও। পিটিআই জানিয়েছে, ব্রিটেনে বিক্ষোভকারীদের হাতে ছিল সে দেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বার্মিংহামে ভারতীয় কনসাল জেনারেল শশাঙ্ক বিক্রমের ছবি। লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে ছিল কড়া নিরাপত্তা। তার জেরে দু’ঘণ্টার মধ্যেই শেষ হয় বিক্ষোভ।

দিন কয়েক আগেই ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছিল, ভারতীয় হাই কমিশনের ওপর কোনো ধরনের হামলা তারা বরদাস্ত করবে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি আগেই এই প্রসঙ্গে বলেছিলেন, বিদেশে আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে ও দূতাবাসে সহিংসতা গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি দিল্লিতে কানাডার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে দেশে খলিস্তানিপন্থীদের সক্রিয়তা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।