পাকিস্তানের দুঃসময়ে সাহায্যের হাত বাড়ালো সৌদি

Posted on July 12, 2023

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দ্বারে দ্বারে ঘুরছে। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। তবে সময় মতো মিলছে না সাড়া। এতে চরম বিপাকে পড়েছে দেশটি।

তবে তাদের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলো সৌদি আরব। মঙ্গলবার (১১ জুলাই) পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছে, তাদের কেন্দ্রীয় ব্যাংকে ২ বিলিয়ন ডলার পাঠিয়েছে সৌদি। এতে দেশটির অর্থনীতিতে কিছুটা গতি আসবে বলে মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রী ইসহাক দার এক ভিডিও বার্তায় বলেন, এমন সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষে সৌদি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।

সৌদি আরব এই সাহায্যের প্রতিশ্রুতি আগেই দেয়। যদিও স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানে অর্থ জমা দেওয়ার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সহায়তা প্যাকেজের জন্য অপেক্ষা করে।

সৌদি আরবের এই আর্থিক সহযোগিতা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রুার রিজার্ভকে শক্তিশালী করবে। কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এমন পর্যায়ে চলে গেছে, যা দিয়ে কয়েক মাসের আমদানি ব্যয় মেটানোও সম্ভব নয়।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। একই মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে, নির্বাচনী সংস্থা ও সিইসিকে অবমাননার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ছাড়াও দলটির চেয়ারম্যান ও তার সাবেক ঘনিষ্ঠ রাজনীতিকদের ইসিপিতে ডাকা হলেও, হাজির হননি তারা। পরে ইসিপি’র চার সদস্যের একটি বেঞ্চ ইমরান খান ও অন্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।