ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলার রায় আজ

Posted on January 1, 2024

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় আজ সোমবার। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা গত ২৪ ডিসেম্বর রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন।

এই মামলার সাক্ষগ্রহণ, দালিলিক তথ্য প্রমাণ ও যুক্তিতর্কের শুনানি শেষে গত ২৪শে ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের জন্য পহেলা জানুয়ারি দিন ধার্য করেন। মামলার শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী।

শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, লভ্যাংশ না দেয়াসহ বিভিন্ন অভিযোগে ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।