অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি

Posted on August 26, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে ১৮৯ বিচারকে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জনকে একযোগে বদলি করা হয়।

এছাড়া আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. একরামুল কবির স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৯৬ জনকে বদলি পূর্বক পদায়ন করা হয়।

আইন ও বিচার বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে একই মন্ত্রণালয়ের বিচার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ জনকে একযোগে বদলি পূর্বক পদায়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.lawjusticediv.gov.bd) এ বদলির আদেশ পাওয়া যাবে।

আরও পড়ুন:

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

৭ জেলায় নতুন পুলিশ সুপার