কক্সবাজারে আট ইয়াবা কারবারির ১০ বছর কারাদণ্ড

Posted on February 23, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আটজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন জেলা দায়রা ও জজ আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মো. রফিক, মো. কালু মাঝি, মো. রফিক, মো. হাসান, মো. হাসমত আলী, মো. নুরুল আলম আনোয়ারী, মো. নাসির, মো. মজিবুল ইসলাম।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ’২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীর গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবাসহ আটজনকে আটক করে র‌্যাবের একটি দল। র‌্যাব-৭-এর নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে আটক আটজন ও পলাতক একজনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১০ মার্চ পুলিশের দায়ের করা অভিযোগপত্রটি আদালত গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। অভিযোগপত্রে পলাতক মো. ইউসুফকে বাদ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন।