নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ইজিএমের একই দিনে বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এজিএম ও ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩০ নভেম্বর।
জানা গেছে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বিদ্যমান অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। এক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর ২৫ কোটি সাধারণ শেয়ার ৪০ কোটিতে উন্নীত করা হবে। এ সংশ্লিষ্ট সংঘবিধি ও সংঘস্মারকেও পরিবর্তন আনবে কোম্পানিটি। এ-সংক্রান্ত ইজিএম ২৮ ডিসেম্বর।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচারলক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পর্ষদ।
আরো পড়ুন......
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ইজিএম বুধবার https://corporatesangbad.com/479/ |