পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে কমেছে লেনদেন।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৯টি কোম্পানির ৬ কোটি ৮ লক্ষ ১৭ হাজার ২৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩৩ কোটি ১০ লক্ষ ৩৮ হাজার ৯২৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৪.৭০ পয়েন্ট কমে ৬২৫৬.১৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৩ পয়েন্ট কমে ২২২৬.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৮ পয়েন্ট কমে ১৩৬৮.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, বিএসসি, জেমিনী সী ফুড, অ্যাপেক্স ফুটওয়ার, শাইনপুকুর সিরামিক, সী পার্ল বীচ, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা সিএনজি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বেঙ্গল উইন্ডসোর, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, ফাইন ফুডস, সিলভা ফার্মা, আল-হাজ টেক্সটাইল ও অ্যাপেক্স ফুটওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি থাই ফুড, ইস্টার্ন হাউজিং, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিক, হাওয়া ওয়েল টেক্সটাইল, মনোস্পুল পেপার, বসুন্ধরা পেপার, ইউনিক হোটেল ও জেনেক্স ইনফোসিস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৪৩২০৫৬৩৬৩৫৯.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনে কমেছে লেনদেনও https://corporatesangbad.com/13089/ |