লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

Posted on January 22, 2023

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, ১২৯টির দর কমেছে, ১৮৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২২ জানুয়ারি) কোম্পানিটির ৬৭ কোটি ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকার।

২৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, আমরা নেটওয়ার্কের, সী পার্ল বীচ রিসোর্ট, লিবরা ইনফিউশন, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।