সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

Posted on December 3, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করতে গিয়ে রোহিঙ্গা যুবক রিয়াজুল মোস্তফা আটক হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে অফিসে সন্দেহজনক আচরণ লক্ষ্য করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়।

আটক রিয়াজুল কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা। পাসপোর্ট অফিসে তিনি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে আবেদন করতে আসেন। সঙ্গে ছিল পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত একটি জন্ম নিবন্ধন সনদ।

আবেদনের সময় তার বক্তব্যে অসামঞ্জস্য দেখা দিলে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করে।

সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস জানিয়েছে, রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে, সে বিষয়ে তারা নিয়মিত সতর্কতা বজায় রাখছে।

সিরাজগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, আটক রিয়াজুল নিজেকে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। যাচাই-বাছাই শেষে তার রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হওয়ায় কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।