ইউনিয়ন ব্যাংকে শরী‘আহ্ ভিত্তিক ব্যাংকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Posted on April 22, 2025

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দিনব্যাপী শরী‘আহ্ ভিত্তিক ব্যাংকিং বিষয়ক কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান মোঃ হেদায়েত উল্লাহ। কর্মশালায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে যথাযথভাবে শরীয়াহ আইন সমূহ পরিপালনের নির্দেশনা প্রদান করেন এবং শরীয়াহ আইন সম্পর্কিত জ্ঞান অর্জনের পরামর্শ প্রদান করেন।