সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

Posted on May 19, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসেনানী ছিলেন সাম্য। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এখনো মূল ঘাতকরা গ্রেফতার হয়নি। তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে কলেজ ছাত্রদল নেতা এস এম জুয়েল রানা, জহুরুল ইসলাম, রোমান আহমেদ, ইদুলসহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। পরদিন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।