ইউনাইটেড ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

Posted on August 6, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় কোম্পাটিকে বিদ্যমান ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৬ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।