![]() |

কর্পোরেট ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২৭ কোটি ৭৫ লক্ষ ৫৯ হাজার ৩৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৭৫ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ২৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬১.৫৫ পয়েন্ট বেড়ে ৫১৯৪.০৩ ডিএস-৩০ মূল্য সূচক ৪২.০৭ পয়েন্ট বেড়ে ১৯৭৮.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.৩৬ পয়েন্ট বেড়ে ১১৩৭.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পরনির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, সী পার্ল বীচ, ব্র্যাক ব্যাংক, রেনেটা, খান ব্রাদার্স পিপি, লাফার্জহোলসিম, আইডিএলসি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, একমি পেস্টিসাই ও নাভানা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, আইডিএলসি ফাইন্যান্স, এসবিএসি ব্যাংক, লাফার্জহোলসিম, ডেসকো, বিএসসি, আমান কটন, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, তিতিাস গ্যাস ও আইপিডিসি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড,
রহিম টেক্সটাইল, তাকাফুল ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মি. ফা., এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, অ্যাপেক্স ট্যানারী, এআইবিএল ১ম ইসলামিক মি. ফা., গ্লোবাল ইসলামী ব্যাংক ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৭৭৫ কোটি টাকা https://corporatesangbad.com/517300/ |