ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে ইয়াডিয়া নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

Posted on July 15, 2025

কর্পোরেট ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া, ঢাকার মোহাম্মদপুরে তাদের ফ্ল্যাগশিপ শোরুমের জমকালো উদ্বোধন করেছে। অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে ছিল নানা রকম প্রদর্শনী ও কার্যক্রম। আগত অতিথি ও আগ্রহী ক্রেতারা সরাসরি স্কুটার চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে দারুণ আনন্দিত হয়েছেন।

পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই বৈদ্যুতিক স্কুটারগুলো দেশের বাজারে এনে রানার যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে সকলের কাছে। নতুন স্টোরটি বাংলাদেশী গ্রাহকদের স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতা-ভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ইয়াডিয়ার প্রতিশ্রুতির প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজরুল মু. ইস., এফসিএ, চিফ বিজনেস অফিসার আবু হানিফ ইয়াদিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মি. ওয়েন এবং রানার অটোমোবাইলস পিএলসির অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।