জুলাই গণহত্যায় দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

Posted on July 10, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই গণহত্যায় দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩ আগস্ট রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের সময় তিনি দোষ স্বীকার করে রাজসাক্ষীর ঘোষণা করেন।

জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী।

আগামী ৪ আগস্ট এ মামলায় সাক্ষী গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৭ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করা হয়।

এটি জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা। মামলায় অন্য আসামি হচ্ছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।