একমি পেস্টিসাইডের ইজিএম ৩০ জুলাই

Posted on July 9, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ফার্মাসিউটিক্যাল খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জুলাই, ২০২৫ সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৯ জুলাই) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভাটি কোম্পানির নিবন্ধিত অফিস, তারাকান্দা, ময়মনসিংহের দয়ারামপুরে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (.৭৬) টাকা যা ২০২৩ সালে হয়েছিল আয় .৯৬ টাকা, ২০২২ সাল ছিল ১.৫১ টাকা ও ২০২১ সালে ছিল ২.১২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৭.৫৮ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.৩৫ টাকা, ২০২২ সালে ১৭.৯৯ ছিল টাকা ও ২০২১ সালে ছিল ১৮.৪৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে .২৫ শতাংশ নগদ লভ্যাংশ, যা ২০২৩ সালে দিয়েছে .১০ শতাংশ নগদ ও ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৩৫ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৩ কোটি ৫০ লাখ।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৪.৮৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৩.৩৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১১ টাকা থেকে ২১.৮ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৩.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৩.৩ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।