![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ১০১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৭০ পয়সা বা ৭ দশমিক ০৭ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৫ দশমিক ০৮ শতাংশ বা ৩৪ টাকা ৩০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রেনউেইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭ কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইল, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আনলিমা ইয়ার্ন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ফার্স্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দর পতন https://corporatesangbad.com/512944/ |