![]() |

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় এক রাতেই পৃথক তিনটি স্থানে চুুরির ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভুক্তভোগী বাড়ির মালিক ও দোকানদাররা এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়ারপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়া বুধবার সকালে বাড়িতে তালা দিয়ে চোমরপাথালিয়া এলাকার নানা শ্বশুরের বাড়িতে দাওয়াতে যান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা মোবাইল ফোনে তাকে জানান, তার বাড়ির দরজা খোলা। তৎক্ষণাৎ বাড়িতে ফিরে এসে দেখেন, ঘরের সব কিছু তছনছ করে ফেলা হয়েছে। আলমারি ও শোকেস ভেঙে ২ লাখ টাকা নগদ অর্থ ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় চোরেরা।
একই রাতে উপজেলার ছোনকা বাজারে বিশ্বরোড সংলগ্ন পশ্চিমপার্শ্বে বাসস্ট্যান্ড লাগোয়া ‘মাহি-রুমানা ভ্যারাইটি স্টোর’ নামের একটি মনোহারি দোকানে চুরি সংঘটিত হয়। দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা।
দোকান মালিক রিপন শেখ জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের পেছনের টিন কাটা। ক্যাশবাক্স খুলে দেখি রকেটের দুই লাখ টাকা ও দোকানের ক্যাশ মিলে প্রায় তিন লাখ টাকা চুুরি হয়েছে। এছাড়া উন্নত ব্র্যান্ডের সিগারেটসহ বিভিন্ন মূল্যবান মালামাল মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
এছাড়া একই রাতে ছোনকা বাজারের ভেতরে মাছ হাটি সংলগ্ন মো. মুন্টু মিয়ার সোনার দোকানেও চুরি হয়। দোকানের টিনের বেড়া কেটে প্রায় ৪ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুপুর ১টায় শেরপুর থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তারা চুরির স্থানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহের কাজ করছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান।
এদিকে, এক রাতেই তিনটি বড় চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মুঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শক করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শেরপুরে এক রাতে তিন স্থানে চুরি: স্বর্ণ ও নগদ টাকা লুট https://corporatesangbad.com/513516/ |