তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা

Posted on June 7, 2025

ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহের তারাকান্দায় ঈদযাত্রায় এসে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মসজিদে ধাক্কা খাওয়ায় বাসযাত্রী বাবা ও তার ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

কিছুক্ষণ পর তারাকান্দার পৃথক আরেকটি স্থানে বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংর্ঘষে আরও ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দেয়ায় এ দূর্ঘটনা ঘটে।কিছুক্ষণ পর তারাকান্দার গাছতলা এলাকায় একটি দ্রুতগতির বাসের সঙ্গে সিএনজির এ দুর্ঘটনা ঘটে।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দেয়ায় নিহতরা হলেন-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মোঃ পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মোঃ হাসান মিয়া (০৮)। তারা নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে নানা শ্বশুরের বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিল।

এদিকে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহতরা হলেন-তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া (২৫) এবং একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে মোঃ হাবিবুর রহমান হবি (৪৫)। এর মধ্যে নিহত শরীফ সিএনজিচালিত অটোরিকশার চালক।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০-১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপর দূর্ঘটনার বিষয়ে ওসি আরও বলেন,সকালে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় গাছতলা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক শরীফ ও যাত্রী হাবিবুর রহমান হবি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।