দরবৃদ্ধির শীর্ষে লিগাসি ফুটওয়ার

Posted on May 21, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ২২৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৫০ টাকা ২০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৩.৮ টাকা।

এবং গতদিনের তুলনায় ৮ দশমিক ৫৭ শতাংশ বা ৩০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে সোনারগাঁও টেক্সটাইল লিমিটের ৮ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৭.৬ টাকা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৬ দশমিক ৬২ শতাংশ বেড়ে হয়েছে ৪৩ টাকা ৫০ পয়সা, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই লিমিটেডের ৬ দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ২২ টাকা ৭০ পয়সা, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৬ টাকা ৯০ পয়সা, পিএইচপি ফার্স্ট মিউচুয়ার ফান্ডের ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ৫ দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২১০.১ টাকা এবং পপুরার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৭১ শতাংশ বেড়ে হয়েছে ৩.৭ টাকা।