![]() |

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-১২'র সদস্যরা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোর পাড়া গ্রামের মোঃ খবির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান ও মোহনপুর ইউনিয়নের চার মোহনপুর দাসপাড়া গ্রামের পর্বত প্রামাণিকের ছেলে মোঃ আল আমিন হোসেন প্রামাণিক।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র্যাব-১২'র কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র্যাব-১২'র সদর কোম্পানির একটি অভিযানিক দল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরমোহনপুর গ্রামে আল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামীর বাড়ি তল্লাশি করে ১৪৭ পিচ ইয়াবা ও ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ মানুষের চোখ আড়াল করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন।
আসামিদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার https://corporatesangbad.com/509049/ |