তিন ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

Posted on March 13, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বেসরকারি খাতের তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নেয়।

যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে সেগুলো হলো- বেসরকারি খাতের মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। তবে নতুন করে কারা পর্ষদের দায়িত্ব পেয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বুধবার (১২ মার্চ) রাতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, মেঘনা, এনআরবি, এনআরবিসি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) নতুন বোর্ড গঠন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের ব্যাংক খাত কয়েক বছর ধরেই নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত দুই বছরে এই সংকট আরও গভীর হয়েছে। একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে ব্যাংকের নিয়ন্ত্রণ, ঋণের নামে ব্যাংক লুটপাট আর বিদেশে অর্থপাচার, লাগামহীন খেলাপি ঋণ, ব্যাংকে তীব্র তারল্য সংকট, ডলার ও রিজার্ভ সংকটে ব্যাংক খাতের ক্ষত আরও গভীর হয়েছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর এস আলম নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় বারের মতো একশনে গিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।