![]() |
সাইফুল ইসলাম তানভীর : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর বাড়ির দক্ষিণ পাশে ভুট্টাক্ষেত থেকে মিলল আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুল হোসেন সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত হাশেমের পুত্র ও দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন অটোচালক।
মঙ্গলবার (১১ মার্চ) বাড়ির পাশের জনৈক রিয়াজুলের ভুট্টা ক্ষেত থেকে পচা- দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (৭ মার্চ) আবুল হোসেন নিখোঁজ হন। তার পরিবারের পক্ষ থেকে সোমবার (১০ মার্চ) থানায় জিডি করা হয়।
পরদিন মঙ্গলবার ভোরে আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে ভুট্টা খেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
লাশের সুরতহাল রিপোর্টকারী তদন্ত কর্মকর্তা এস আই রেজাউল করিম বলেন, লাশ পঁচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না । ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য বের হবে।
এদিকে, নিহত পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল হোসেন পেশায় একজন অটোচালক ছিলেন। বাঁশি ও ঢোল বাজাতে পারতেন। গত কযেক দিনের ব্যবধানে তার দুইটি অটো গাড়ি চুরি হয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করেছে। তবে নিখোঁজ হওয়ার আগে পরিবারের কারো সাথে তার ঝগড়া বিবাদ হয়নি বলে আত্মীয়-স্বজনদের দাবি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। সদর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিললো অটোচালেকর লাশ https://corporatesangbad.com/505739/ |