মেট্রোরেলে সিআরএম ও এটিএম স্থাপনে ইউসিবি-ডিএমটিসিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on March 10, 2025

কর্পোরেট ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার (১০ মার্চ) রাজধানীর মেট্রোরেল ভবনে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) এবং এটিএম মেশিন স্থাপন করা হবে, যা মেট্রোরেল যাত্রীদের জন্য আর্থিক লেনদেনের সুবিধা আরও সহজলভ্য করবে।

এই উদ্যোগের মাধ্যমে মেট্রোরেল যাত্রীরা কর্মস্থলে আসা-যাওয়ার পথে বা দৈনন্দিন কার্যক্রম শেষে যাতায়াতের সময় প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। এটি যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম, যুগ্ম সচিব খোন্দকার এহতেশামুল কবীরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন এবং হেড অব রিটেল বিজনেস ডিভিশন মুহাম্মদ শফিকুর রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএমটিসিএল-এর পক্ষে কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে হেড অব রিটেল বিজনেস ডিভিশন মুহাম্মদ শফিকুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “মেট্রোরেল স্টেশনে সিআরএম ও এটিএম মেশিন স্থাপনের মাধ্যমে আমরা যাত্রীদের জন্য আর্থিক সেবাকে আরও সহজ ও সুবিধাজনক করতে চাই। এই উদ্যোগ আমাদের গ্রাহকসেবার পরিধি আরও সম্প্রসারিত করবে।”

এই চুক্তি বাংলাদেশের গণপরিবহন খাতে আর্থিক সেবার নতুন মাত্রা যোগ করবে এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদী।