সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ব্যাটারি চুরি করার সময় দুই চোর জনতার হাতে আটকের পর পুলিশে সোর্পদ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এস আই মো. আলমগীর হোসেন।
বুধবার (১০ জানুয়ারী) বিকেল ৩টার সময় উপজেলার মহিষলুটি বাজার এলাকা থেকে অটোরিকশার ব্যাটারী চুরি করে পালানোর সময় স্থানীয় জনগণ হাতে নাতে ধরে ফেলে। আটককৃত দুই চোর তাড়াশ পৌর সদরের মো. সুলতানের ছেলে মো. রনি মির্জা (২৪) ও মোজাহেরর ছেলে মো. গোলাম মোস্তফা (২৪)। পরে তাড়াশ থানা পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উপস্থিত জনতা দুই চোরেক পুলিশে সোর্পদ করেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মহিষলুটি বাজার এলাকা থেকে অটোরিকশার ব্যাটারি চোরদের আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে অটোরিকশার ব্যাটারি চুরি করার সময় জনতার হাতে আটক ২ https://corporatesangbad.com/59263/ |