মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের কেরুনতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার লে. এস এম তাহসিন রহমান বিএন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফনদী সংলগ্ন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কতিপয় ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এসময় কোস্টগার্ড সদস্য নদী থেকে তাদেরকে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত লোকালয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, নদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে ৫টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করে ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার জব্দ https://corporatesangbad.com/59608/ |