লভ্যাংশ ঘোষণা ভ্যানগার্ড এএম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডদের

Posted on April 15, 2024

রফিকুল ইসলাম (রাব্বি):পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডদের লভ্যাংশ ঘোষণা করেছে। কোমপানিটির সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশে সম্মতি দিয়েছে। ঢাকা স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।


গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৫.০০ টাকা থেকে ৮.২০ টাকা। ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ব্যাংক খাতরে কোম্পানি ভ্যানর্গাড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।