রাব্বি : ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রেয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদ (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা যা ২০২২ এ ছিল ৪১টাকা ৯৬ পয়সা। ২০২৩ এ কোম্পানির শেয়ার প্রতি নীট নগদ প্রহাব হয়েছে ২ টাকা ৮৮ পয়সা যা ২০২২ এ ছিল ৩ টাকা ০ পয়সা।
আগামী ৫ জুন (বুধবার) সকাল ১০:৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্ম এ, মে ১২ ,২০২৪ তারিখের কোম্পানির ৪১ তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
মার্চ ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, জুন ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা এবং কোম্পানির প্রথম ৬ মাসে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭১পয়সা। সেপ্টেম্বর ২০২৩ এ তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা এবং ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৯৬ পয়সা এবং ১ বছরে ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৭৬ পয়সা।
২০২৩ সালে ইপিএস হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা, ২০২২ সালে যা ছিল ৫ টাকা ৪৯ পয়সা, ২০২১ সালে ৪ টাকা ২৩ পয়সা, ২০২০ সালে ৩ টাকা ৬০পয়সা, ২০১৯ সালে ২ টাকা ১০ পয়সা ও ২০১৮ সালে ইপিএস ছিল ৩ টাকা ৬৩ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৪৬ টাকা ৩৩ পয়সা, ২০২২ সালে ৪১ টাকা ৯৬ পয়সা, ২০২১ সালে ৩৮ টাকা ৬৯ পয়সা, ২০২০ সালে ৩৭ টাকা ৬৩পয়সা, ২০১৯ সালে ২৭ টাকা ৬২ পয়সা ও ২০১৮ সালে ছিল ২৭ টাকা ২৫পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ২৫ শতাংশ নগদ এবং এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০২২ সালে ১২.৫০ শতাংশ নগদ, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ, ২০২০ সালে ১২.৫০ শতাংশ নগদ, ২০১৯ সালে ১০ শতাংশ নগদ, ২০১৮ সালে ১০ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
৩১-১২-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৩২৪৬ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানিটির দীর্ঘ মেয়াদী লোন ৬৫০১ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে কোম্পানির স্বল্প মেয়াদী লোন ও ক্রেডিট-রেটিং-এর কোন তথ্য দেওয়া নেই।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৪ এ তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২৮ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০২ কোটি ৮২ লাখ হাজার ৯৪ হাজার ২১৮টাকা।
ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-৩-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩১.৪৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০.৪৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ০.৭ শতাংশ শেয়ার এবং বাকি ৩৭.৯৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৫.৩০ টাকা থেকে ৩১.৫০ টাকা। ১৮-৪-২০২৪ এ শেয়ার সমাপনী দর ছিল ২৯.০০ টাকা , ওপেনিং দর ছিল ২৭.৬০ টাকা, এ দিনে দর উঠানামা হয়েছে ২৭.৬০ টাকা থেকে ২৯.৪০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ২৮.১০ টাকা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি। বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পূবালী ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা https://corporatesangbad.com/78980/ |