তিমির বনিক, স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করে রেখেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
রবিবার (৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করে রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী আছকির মিয়ার কাগজপত্র সংক্রান্ত ত্রুটি থাকায় আপাদত স্থগিত করে রাখা হয়েছে। এখন আমরা সময় দিয়েছি। এরমধ্যে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় চেয়ারম্যান পদে প্রার্থী প্রেম সাগর হাজরা, আফজাল হক ও আছকির মিয়া এই তিন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন একাধিক মামলা রয়েছে। আছকির মিয়া মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র স্থগিত হয়।
উল্লেখ্য, আগামী ২৯ মে শ্রীমঙ্গল উপজেলার পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই বাছাইয়ে আছকির মিয়ার
মনোনয়নপত্র স্থগিত করে রাখা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন: এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত https://corporatesangbad.com/82190/ |