আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার এলাকার ফিরোজ রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত মোয়াজ্জেম হকের ছেলে এবং নতুন বাজারের৷ একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী।
পরিবারের সদস্যরা জানান, সকালে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ফিরোজ রোডে পৌছালে চলন্ত এক ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সড়কের পাকা স্থানে ছিটকে পড়ে। এসময় বিপরিণত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে পড়ে রক্তাক্ত জখম হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু https://corporatesangbad.com/83599/ |