পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১০ কোটি ৯৬ লক্ষ ৪৩ হাজার ৭০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩১ কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ৭৫৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৫.৮৭ পয়েন্ট কমে ৫০৭০.০২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৭৩ পয়েন্ট কমে ১৮০৩.০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৮৮ পয়েন্ট কমে ১০৯৩.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বীকন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, সী পার্ল বীচ, তৌফিকা ফুড, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইউনিলিভার, সন্ট্রাল ফার্মা ও ওরিয়ন ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ইউনিক হোটেল, সমতা লেদার, জেএমআই হসপিটাল, উত্তরা ব্যাংক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, মতিন স্পিনিং, তমিজুদ্দীন টেক্সটাইল ও এটলাস বিডি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, কর্ণফূলী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইসলামি ব্যাংক, মনোস্পুল পেপার ও ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩০৬৭০১৫১০৯৯১.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনে বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/89618/ |