সাউথইস্ট ব্যাংক ও এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংকের মধ্যে ব্যবসায়িক সভা

Posted on December 1, 2024

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসি, বাহরাইনের মধ্যে একটি ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়, উভয় ব্যাংকের মধ্যে বর্তমান সম্পর্ক, ভবিষ্যত পারস্পরিক সহযোগিতা বহুমুখীকরণ এবং ব্যবসায়িক উন্নয়নের সুযোগসমূহ নিয়ে আলোচনা হয়।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসি, বাহরাইন এর ইউরোপ হোলসেল ব্যাংকিং এর ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ফাওয়াজ হামিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

এছাড়াও সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ সাউথইস্ট ব্যাংক পিএলসি.এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত সভায় উপস্থিত ছিলেন।