ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

Posted on December 8, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তামান্না আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তামান্না আক্তার নেত্রকোণা জলার মদন উপজেলার গৌ‌বিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের মেরাজ আলীর মেয়ে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামান্না ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আটজন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২২ জন। এরমধ্যে পুরুষ ১৭, মহিলা চার আর শিশু রয়েছে একজন।