বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Posted on December 1, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে শহরের ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্স কমিটি।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। অভিযানকালে তিনি বলেন, শহরের ফতেহ আলী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। প্রতি লিটারে ১৬৭ টাকা নির্ধারিত মূল্য থাকলেও বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকায়। ভোক্তা অধিকার আইনে শহীদুল স্টোরকে ১০ হাজার ও সিদ্দিক স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।