বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এসি আই ইয়ামাহার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ও শেরপুর ইয়ামাহার রাইডারস ক্লাবের আয়োজনে এক ব্যতিক্রমী কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করল ইয়ামাহা রাইডারস ক্লাব (YRC ) ৮ম বর্ষপূর্তি।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার মাঠে মাত্র ৮ টাকা কেজি নিত্যপন্য দিয়েছেন অসহায়দের মাঝে।
জানা যায়, ইয়ামাহার রাইডারস ক্লাবের কয়েকজন সম্পূর্ণ অস্থায়ী দোকানে ৭টি নিত্যপন্য সাজিয়ে নিয়ে বসে ছিলেন। সেখান থেকে ক্রেতারা মাত্র ৮টাকায় প্রতি কেজি বাজার করছে পারছেন। দোকানে ছিল তেল ও পেঁয়াজ, লাউ, ফুলকপি, বেগুণ, আলু, মরিচ সাথে ছিল।
বাজার করতে আসা মামুনুর রহমান বলেন, সাধারণভাবে ‘বাজার থেকে এক কেজি আলু কিনতে হয় ৬৫ টাকায়। কিন্তু আজ এখানে ব্যতিক্রম এক দোকান থেকে মাত্র ৮ টাকায় প্রতি কেজি বিভিন্ন সবজি তেল ও পেয়াজ ক্রয় করতে পেরে আমার কাছে ভালো লাগছে।
এসি আই ইয়ামাহার বর্ষপূর্তি ভিন্ন রকম আয়োজন সম্পর্কে ইয়ামাহা রাইডারস ক্লাব শেরপুর'র এ্যাডমিন মাহমুদুল হাসান (মুজাহিদ) ও মডারেটর রেদওয়ানুল ইসলাম স্বাধীন বলেন, বর্তমানে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। নিন্ম আয়ের মানুষ বাজার করতে চরম হিমশিম খাচ্ছে। তাই তাদের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দিতেই প্রতিকি হিসেবে মাত্র ৮ টাকায় প্রতি কেজি সবজি, তেল, পেয়াজের অস্থায়ী দোকান বসিয়েছেন।
তাদের উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ী আয়নাল হোসেন বলেন, অস্থায়ী এ দোকান থেকে কম দামে আলু, মরিচ ও তেল কিনেছেন। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ব্যবসায়ীদের সীমিত লাভে সবজি ও নিত্যপন্য বিক্রি করা উচিত বলেও মনে করেন তিনি। এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন জনস্বাধারণ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অসহায়দের পাশে দাঁড়াতে শেরপুরে ইয়ামাহা দিল ৮ টাকা কেজি নিত্যপন্য https://corporatesangbad.com/491570/ |