মুক্তাগাছায় দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী খালিদসহ আসামি ২৩৫৫ জন

Posted on September 1, 2024

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলায় ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ বাবুসহ ২৩৫৫ জন আসামি করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) মধ্যরাতে মামলা দু’টি করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানাযায়, মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে একটি এবং উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো করেন। দুই মামলায় মোট ১৫৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২ হাজার ৩৫৫ জনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেএম খালিদ বাবু এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, ৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২ হাজার ৩৫৫ জন। এই দু’টি মামলাতেই সাবেক প্রতিমন্ত্রীকে এক নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত ৪ আগস্ট আন্দোলন দমনের নামে উপজেলায় বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবিতে এবং এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। দোষীদের শাস্তির আওতায় আনতে থানায় পৃথক দু’টি মামলা করেন বিএনপির নেতা তারিকুল ইসলাম ও শহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে দু’টি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান আরব আলীসহ আওয়াামী লীগ নেতারা গা ঢাকা দিয়ে আছেন।