দর বৃদ্ধির শীর্ষে এনআরবি ব্যাংক

Posted on July 16, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১২১টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এনআরবি ব্যাংক লিমিটেডের।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ।

আর ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কহিনুর কেমিক্যালের ৭.৪৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.২৮ শতাংশ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের ৬.৯৬ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৬.৫৬ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৬.৪১ শতাংশ, ব্যাংক এশিয়ার ৫.৫৮ শতাংশ এবং এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।