জমি কিনবে এনআরবিসি ব্যাংক

Posted on February 28, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের ভবন নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে রাজধানী ঢাকার রাজউক-পূর্বাচলে জমি কিনবে। ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণে জমি কেনার জন্য মোট খরচ হবে আনুমানিক ৮৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ২০০ টাকা।

পর্যাবেক্ষণে দেখা যায়, মার্চ ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, জুন ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে মাইনাস ০ টাকা ৫১২ পয়সা। কোম্পানির প্রথম ৬ প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ০ টাকা ৫১১ পয়সা, ২০২২ এ হয়েছে ২ টাকা ৪৪ পয়সা, ২০২১ সালে হয়েছে ৩ টাকা ০৭ পয়সা, ২০২০ সালে হয়েছে ১ টাকা ৯৬ পয়সা ও ২০১৯ সালে ২ টাকা ০২ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৪ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২২ সালে হয়েছে ১৬ টাকা ৭৩ পয়সা, ২০২১ সালে ১৬ টাকা ২৫ পয়সা, ২০২০ সালে ১৪ টাকা ০ পয়সা ও ২০১৯ সালে ১৪ টাকা ৩৬ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৩ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৭.৫০ শতাংশ নগদ, স্টক ৪.৫০ শতাংশ. ২০২১ সালে ৭.৫০ শতাংশ নগদ,স্টক ৭.৫০ শতাংশ ও ২০২০ সালে ৭.৫০ শতাংশ নগদ,স্টক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটি ২০২৩, ২০১৯, ও ২০১৮ সালে কোন লভ্যাংশ দেয়নি।

১৯-৬-২০২৩ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা। ৩১-১২-২০২২ কোম্পানিটির দীর্ঘ মেয়াদী লোন ছিল ১২৬২ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির স্থায়ী লভ্যাংশ অবস্থা ২০২২ এ হয়েছিলে ৭.৫০ থেকে ৪.৫০ টাকার মধ্যে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি লাখ ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪ টাকা।
ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৬৮.০৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩.১৯ শতাংশ শেয়ার এবং বাকি ২৮.৭৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১২.৬০ টাকা থেকে ১৭.৬০ টাকা। আজকের দর উঠানামা হয়েছে ১৩.৪০ টাকা থেকে ১৩.৬০ টাকার মধ্যে এবং আজকের ওপেনিং দর হয়েছে ১৩.৫০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ১৩.৪০ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।