বিনোদন ডেস্ক : বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের সিনেমা ‘ফাইটার। এ সিনেমা দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা।
বলিউডের বিখ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন ছবি ‘ফাইটার’। ইতোমধ্যে ট্রেলার ও গান দিয়ে ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিটি নজর কাড়তে সক্ষম হয়। এতে আরও অভিনয় করছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে।
পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।
‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন বলেন, রবিবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা থেকে ‘ফাইটার’ আমদানি করে মুক্তির অনুমতি পেয়েছি। দুই-একদিনের মধ্যে সেন্সরে জমা পড়বে ফাইটার। আশা করছি, বিশ্বব্যাপী একযোগে ‘ফাইটার’ বাংলাদেশের দর্শকরাও সিনেমা হলে উপভোগ করবেন।
‘ফাইটার’ আমদানি-তে বাংলাদেশে এলেও এর প্রেক্ষিতে রপ্তানিতে কোন ছবি ভারতে যাচ্ছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, অনেকগুলো ছবি রপ্তানির জন্য জমা দেয়া আছে। তবে বাংলাদেশের ঠিক কোন ছবিটি ভারতে যাচ্ছে আমার ঠিক জানা নাই।
জানা গেছে, ‘ফাইটার’ সিনেমাতে মূল চারটি পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। একটি হচ্ছে ধূমপান বিরোধী মেসেজ। এটি হিন্দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সিনেমাতে থাকা ৫৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৮ মিনিটের জায়গায় যে দুটো আপত্তিকর শব্দ আছে, ওই দুটো বাদ দিতে হবে বা বদলাতে হবে।
একই সঙ্গে সেন্সর বোর্ডের তরফে যৌন উত্তেজক যে দৃশ্যগুলো আছে এই সিনেমাতে সেগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দৃশ্যটি ৮ সেকেন্ডের ছিল, সেখানে অন্য দৃশ্য দেওয়ার কথা বলা হয়েছে। পরিশেষে ২৫ সেকেন্ডের একটি অডিওকে ২৩ সেকেন্ডের একটি অডিও দিয়ে বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ মেনে নেওয়ার পর ফাইটার সিনেমাটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি এই সিনেমাটি এই সার্টিফিকেট পেয়েছে। সেন্সর বোর্ডের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক সিনেমাটির রান টাইম ১৬৬ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৬ মিনিট। ইতোমধ্যেই দর্শকদের মধ্যে এই সিনেমাটি নিয়ে একটি দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে। এটি একটি এরিয়াল অ্যাকশন সিনেমা।
আরও পড়ুন:
সবাই আমাকে দিয়ে আইটেম ডান্স করাতে চায়: পূজা
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘ফাইটার’ https://corporatesangbad.com/61457/ |