বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নতুন লুকে রীতিমতো ভক্তদের চমকে দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
মঙ্গলবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন লুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার জন্য নতুন লুক।
ওই ছবিতে গোল্ডেন রঙয়ের বব হেয়ার কাটে দেখা যায় বুবলীকে। সেই সঙ্গে নায়িকার পরনে রয়েছে ব্লু আর হলুদ রঙের কম্বিনেশনের একটি পোশাক। হালকা মেকাপে বেশ লাস্যময়ী রুপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। নতুন লুকে যেন রীতিমতো নজর কাড়ছেন ভক্তদের।
জানা গেছে, সম্প্রতি নায়িকার নতুন সিনেমা ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার প্রথম লটের শুটিং শুরু হয়েছে। আর এটি নির্মাণ করছেন দেশের জনপ্রিয় পরিচালক দেবাশীষ বিশ্বাস পরিচালিত। বর্তমানে এই সিনেমার শুটিংয়েই ব্যস্ত সময় পার করছেন বুবলী। মূলত নতুন লুকটি সেই সিনেমার জন্যই। কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান।
এক সাক্ষাৎকারে বুবলী বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।
সিনেমার নতুন লুক প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নতুন লুকে ভক্তদের নজর কাড়ছেন বুবলী https://corporatesangbad.com/42628/ |