সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে ঝুমা খাতুন(১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার(১৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্কুল ছাত্রী ঝুমা খাতুন গাংনী উপজেলার ভরাট( দুর্লভপুর) গ্রামের বজলুর রহমানের মেয়ে ও স্থানীয় বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
ঝুমার পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ঝুমাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ঝুমার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনা স্থানের পুলিশ পাঠানো হয়েছে, স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কর্পোরেট সংবাদ /এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাংনী উপজেলায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা https://corporatesangbad.com/41799/ |