কর্পোরেট ডেস্ক : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে মঙ্গলবার (১৫ আগস্ট, ২০২৩) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বেসিক ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুল খালেক খান এবং মোঃ এম. লতিফ ভূঞা, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গোপালগন্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বেসিক ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপকের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি বেসিক ব্যাংকের শ্রদ্ধা https://corporatesangbad.com/41637/ |