সূচকের উত্থানে কমেছে লেনদেন

Posted on June 7, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৮টি কোম্পানির ১৩ কোটি ১৩ লক্ষ ৮ হাজার ৬৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৮২ কোটি ৭৯ লক্ষ ৯৯ হাজার ৮৯৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২২.৮০ পয়েন্ট বেড়ে ৬৩৩৮.৯৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৪৭ পয়েন্ট বেড়ে ২১৮৯.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৪ বেড়ে ১৩৭৫.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বিএসসি, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেঃ ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বঙ্গজ লিঃ, ডিজিআইসি, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি, রেকিট বেনকাইজার, হাওয়া ওয়েল টেক্সটাইল, আরামিট সিমেন্ট, মাইডাস ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, আর্গন ডেনিমস, খান ব্রাদার্স পিপি ও সোনালী আঁশ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭২৮০৩৫৩৩৪৫৮২.০০।