১৫৪ কোটি ডলারের শেয়ার বাই-ব্যাক করবে সনি
জাপানের বহুজাতিক কর্পোরেশন সনি বাজার থেকে ১৫৪ কোটি ডলার মূল্যের শেয়ার তুলে নেওয়ার (Buy-back) সিদ্ধান্ত নিয়েছে। যা জাপানি মুদ্রায় ২০০ বিলিয়ন ইয়েনের সমান। সূত্র সিএনবিসি। খবর অনুসারে, আগামী এক বছরের মধ্যে আলোচিত সিদ্ধান্তটি কার্যকর হবে। আজ (১১ মে) থেকে আগামী বছরের ১০ মের মধ্যে শেয়ার কেনা সম্পন্ন করব সনি। এদিকে......